নাটোরের লালপুরে চন্ডীগাছা গ্রামের শিশু ধর্ষণ মামলার আসামীকে দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে ভূমিহীন সংগঠন নিজেরা করি।
বৃহস্পতিবার (৩রা জুলাই) সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনে ভূমিহীন নেত্রী শাহারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কর্মী রীনা মন্ডল, উত্তম কুমার রায়, ভূমিহীন নেতা লিলি বেগম, বাপ্পি দাস, মোস্তাফিজুর রহমান, কিশোর নিরব ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মামলা হওয়ার পরেও মামলার তদন্তকারী কর্মকর্তা আলী আকবর আইনী প্রক্রিয়া সম্পন্ন না করে আসামী পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং ভুক্তভোগী শিশুটির ন্যায়বিচার প্রাপ্তির জন্য প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর জোর দাবি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com