প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১২:০০ পি.এম
কাকারা লাল মাটি পাহাড় খাটিয়া ঘোনা এলাকায় অসহায় পরিবারের গাছ কেটে গুটিয়ে দিয়েছে একদল সন্ত্রাসী

চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের মাইজকাকারা মিশ্রীবর পাড়া এলাকার মৃত আবদুস সোবহানের পুত্র দিন মজুর মোহাম্মদ মনজুর আলমের দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জায়গা কাকারা লাল মাটি পাহাড় খাটিয়া ঘোনা এলাকায় রুপণকৃত চারাগাছ একদল চিন্হিত সন্ত্রাসী কেটে গুটিয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে,
একই এলাকার বাসিন্দা আওয়ামীলীগের দোসর মৃত মৌলভী আবু তাহেরের পুত্র নাছিরের নেতৃত্বে মোহাম্মদ ওসমান, জয়নাল আবেদীন, শাহাবুদ্দিন, জিয়াবুল, খোকন সহ একদল ভূমি দস্যু সন্ত্রাসীরা এমন কর্মকাণ্ড করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মনজুর আলম।মনজুর আলম জানান নিজের স্ত্রীর স্বর্ণ বিক্রি করে চারাগাছ গুলো রুপন করেন তিনি, উক্ত গাছ বাগানের পাশে দেখবাল করার জন্য একটি ছোট খামার বাড়ি নির্মাণ করেছিলেন তিনি, সেটাও ভেঙে গুড়িয়ে দিয়ে খামার বাড়িতে রক্ষিত মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা,এনিয়ে তার প্রায় ৪ লক্ষ ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি, এখন অসহায় মনজুর আলম সর্বস্ব হারিয়ে নিঃস্ব হতে বসেছেন এখন,
এব্যাপারে স্হানীয় গণ্যমান্য ব্যক্তি সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com