বেনাপোল বন্দর থেকে সার্বিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা।
সার্বিয়ার ভিসা লাগানো পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনছিল ট্রাকচালক।
ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে ভারত থেকে ট্রাকটি বাংলাদেশের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করে।
এসময় চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা রয়েছে।
ভারতীয় ট্রাকচালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে।
বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় থাকা আনসার সদস্যের প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন বলেন, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকের চালকের মাধ্যমে কিছু বাংলাদেশি পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করি। এক পর্যায়ে ট্রাকচালক বোচারামের ব্যাগ তল্লাশি করে পাসপোর্টগুলো পাওয়া যায়, যার প্রতিটিতে সাইবেরিয়ার ভিসা রয়েছে।
বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com