প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:৫৫ এ.এম
সুষ্ঠু , অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শিরোমণি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের(রেজিঃ নং- ৯১৯) ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল ৪ জুন শুক্রবার সকাল ১১ টায় শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং- ৯১৯)
শ্যামগঞ্জ, শিরোমনি, খুলনার নিজস্ব কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ সাইফুল্লাহ তারেক লিখিত বক্তব্য বলেন, খুলনা খানজাহান আলী থানাধিন শ্যামগঞ্জ শিরোমনি শিল্পাঞ্চলের, শিরোমনি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন। উক্ত নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে করার লক্ষো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন: সাংবাদিকবৃন্দ, ইউনিয়নের সকল ভোটার ও প্রার্থী সহ সকল স্থরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছে নির্বাচন পরিচালনা কমিটি।
লিখিত বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরো বলেন, দীর্ঘ ২০ বছর পর ৫ আগস্ট পরবর্তী শিরোমনি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্যাতিত শ্রমিকেরা দীর্ঘ বছরের ফ্যাসিস্ট সমর্থিত ইউনিয়নের নির্ঘাতন থেকে মুক্তি লাভ করে। এর পরবর্তীতে তারা সাধারণ সাভার মাধ্যমে ও শ্রম পরিচালক ও রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নের অনুমতিক্রমে একটি এডহক কমিটি গঠন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। তারই ধারাবাহিকতায় গত ১১/৫/২৫ এডহক কমিটি এক সাধারণ সভার মাধ্যমে আমাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। আমারা দায়িত্ব গ্রহণের পর শ্রম আইন ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করি। তফসিলি। ইং ১৯/৬/২৫ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৫/৬/২৫ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৬/৬/২৫ তারিখ মনোনয়নপত্র বিতরণ ২৭/৬/২৫ তারিখ মনোনয়নপত্র জমা, ২৯/৬/২৫ তারিখ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ০১/৭/২৫ তারিখ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ০৩/৭/২৫ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার ০৫/৭/২৫ তারিখ প্রতিক বরাদ্দ বিষয়ে জটিলতা নিরসন ০৭/৭/২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৭/৭/২৫ তারিখ সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতি ছিন ভাবে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ৭টি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে ৪টি পদে ৪জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাকি ৩টি পদে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতি পদে শামিম হোসেন, ফিরোজ মোড়ল ও হোসাইন উদ্দিন ফয়সাল, সহ-সভাপতি পদে মোঃ রাসেল গাজী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল মোড়ল, সাকিব শেখ, সহ-সাধারন সম্পাদক পদে মোঃ আলম হাওলাদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রিয়াজুল হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, প্রচার সম্পাদক পদে শেখ রাজা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং কোষাধক্ষ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হল মোঃ শামসুর রহমান মোঃ রাব্বি হোসেন ও রকিবুল ইসলাম।
আগামী ১৭ জুলাই শিরোমণি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ৭ টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৩টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ইউনিয়নের ৯৪ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করে আগামী ৩ বছরের জন্য নেতা নির্বাচিত করবেন।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com