প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:৫৬ এ.এম
ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের টহল ও তল্লাশি

মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল ও বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু করেছে র্যাব। শুক্রবার ৪ জুলাই দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড় এলাকায় রাত ১০-১২টা পর্যন্ত চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র্যাব -১১ সিপিএসসি নরসিংদী।
এছাড়া মহাসড়কের বাগহাটা, বাসাইল, ইটাখোলা, পাঁচদোনা ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল-তল্লাশি করেছে র্যাব-১১ এর কয়েকটি দল।
র্যাব ১১-এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা সাংবাদিকদের জানান, মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান উদ্ভুদ্ধ পরিস্থিতিতে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনও যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই কিংবা ডাকাতির কবলে না পড়েন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’ মহাসড়কে যাত্রী নিরাপত্তায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com