প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৬:৪০ এ.এম
হোসেনপুরে চাচা- ভাতিজার বৃক্ষ রোপনে গ্রামীন প্রকৃতিতে নতুন মাত্রা

সবুজ গাছ, তুমি প্রকৃতির অলংকার,
ছড়িয়ে দাও প্রাণে শান্তি, স্নিগ্ধতার উপহার।
বীর পাইকশা গ্রামের সারি সারি বৃক্ষের সবুজায়ন দেখলে মনে পড়ে যায় কবিতার এ পঙক্তিটি।
সবুজ গালিচায় মোড়ানো গ্রাম,চারদিকে রয়েছে বিস্তৃর্ন মাঠ,আঁকাবাকা মেঠুপথ, পথের দু দ্বারে যতদূর চোখ যায় শুধু বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ, প্রকৃতি যেন এখানে দাড়িয়ে আছে নিজের অভয়াশ্রম খোলে। নজরুল ইসলাম ও তানভির আহমেদের প্রতিনিয়ত শতশত বৃক্ষরোপন প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।সম্পর্কে তারা চাচা- ভাতিজা।
বৃক্ষরোপণ পরিবেশ ও মানব জীবনের জন্য অপরিহার্য। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত ঘটায় এবং মাটির ক্ষয়রোধ করে। এছাড়াও, বৃক্ষ আমাদের খাদ্য, ঔষধ, বস্ত্র, জ্বালানি ও বাসস্থান সরবরাহ করে। তাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সুস্থ জীবন ধারণের জন্য বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি এমনই সংকল্প মনে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইকশা গ্রামে বৃক্ষ প্রেমি চাচা নজরুল ইসলাম ও ভাতিজা তানভীর বৃক্ষ রোপণ করে এলাকায় সবুজের বিপ্লব ঘটিয়েছেন। তাদের বাগানের পাশাপাশি বাড়ির আঙ্গিনা, পুকুর পাড়, ও মৎস খামারের চারপাশে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো। আর এসব গাছ দেখতে প্রতিদিন ভীর করেন এলাকাবাসী ও বৃক্ষপ্রেমিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নজরুল ইসলাম ও তানভীর দুজনে মিলে বাড়ির আঙ্গিনায় মাল্টা, লিচু, আম, নারিকেল সহ বিভিন্ন রকমের ফলজ গাছের চারা রোপণ করছেন।
বৃক্ষপ্রেমি নজরুল ইসলাম বলেন, অনেক দিন আগে থেকেই আমার স্বপ্ন ছিল বাড়ির আঙ্গিনা স, পতিত সকল জায়গায় গাছ লাগানোর, পরে সপ্নগুলোকে বাস্তবে রুপ দিতেই ভাতিজা তানভীর কে নিয়ে দুজনে গাছের চারা লাগানো শুরু করি প্রথমে চারশো সুপারিশ চারা রোপণ করি, আর এ থেকে বাড়ি এবং বাগানের পাশাপাশি পুকুর পাড়েও বৃক্ষ রোপণ করছি।
বৃক্ষপ্রেমি তানভীর আহমেদ বলেন, আমরা সকলেই সুন্দর একটা জীবন চাই" আর সুন্দর জীবনের জন্য বৃক্ষ রোপণ করা আমাদের সকলের প্রয়োজন ।
জানা যায়,বড়ভাই ও ভাতিজার বৃক্ষ রোপণের এমন আগ্রহ দেখে মাঝে মাঝে প্রবাসী বৃক্ষ প্রেমী খাইরুল ও কামরুল, ভাই ও ভাতিজাকে উৎসাহ দেন এ ছাড়াও পরামর্শের পাশাপাশি অনেক সময় অর্থের যোগান দেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়- তাদের এই বৃক্ষ রোপণ দেখে অনেকেই বৃক্ষ রোপণের প্রতি আগ্রহী হচ্ছে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান,চাচা -ভাতিজার এমন বৃক্ষপ্রেম প্রসংশনীয়। এমন উদ্যোগ ব্যক্তিগত ভাবে কেউ নিলেও আমাদের কৃষি অফিস প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিয়ে সবসময় পাশে থাকে।
আকিল উদ্দিন বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ)
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com