প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৭:৫৬ এ.এম
সরাতী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার এড-হক কমিটি সংশ্লিষ্ট সভাপতি সাহেবের বার্তা

যে দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, সে দেশ ততটাই উন্নতির পথে অগ্রসর হয়। আর এই শিক্ষিত মানুষ তৈরির মূল কারিগর হলেন আমাদের শিক্ষকবৃন্দ। দুঃখজনক হলেও সত্য, শিক্ষকগণের পদমর্যাদা এবং গ্রেড স্কেলে এখনো নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়।
শিক্ষাদান একটি মহান পেশা। এই পেশাকে অন্যান্য পেশার তুলনায় আলাদা ও সম্মানজনক স্থানে প্রতিষ্ঠা করা জরুরি। সীমিত আয় এবং শিক্ষকতার সঙ্গে জড়িত বিভিন্ন সামাজিক রীতিনীতি গ্রহণ বা বর্জন করে একজন শিক্ষককে পথ চলতে হয়।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকেই যদি বিবেকের দায়বোধ থেকে পাঠদান করেন এবং নৈতিকতা বজায় রাখেন, তাহলে শিক্ষার পূর্ণতা অর্জন সম্ভব। পাঠদানের জন্য সুষ্ঠু পরিবেশ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা সংশ্লিষ্ট কমিটির দায়িত্ব বলে আমি মনে করি।
দুঃখজনকভাবে, দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বা অন্য অনৈতিক সুবিধা গ্রহণে ব্যস্ত থাকেন কমিটির সভাপতি বা সদস্যগণ। প্রধান শিক্ষকের সম্মানিত আসনটি অনেক সময় দেখা যায় আহবায়ক সাহেব আলিশানভাবে দখল করে বসেন — এটি সমাজে কী বার্তা দিচ্ছে?
প্রধান শিক্ষক যখন ক্লাসে পাঠদান করছেন, তখন সভাপতি সাহেবের নেতৃত্বে চলমান ছাত্র-মিটিং কী ধরনের পরিবেশ তৈরি করছে শিক্ষাঙ্গনে, তা আমাদের ভাবতে হবে।
এগুলি আমার ব্যক্তিজীবন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও উপলব্ধির প্রকাশ। ভবিষ্যতে এসব ভাবনা ধারাবাহিকভাবে উপস্থাপনের ইচ্ছা পোষণ করছি।
অন্যদিকে, সময়োপযোগী মেধাবী ও শিক্ষানুরাগী একজন উপজেলা বিএনপির আহবায়ক সাহেব বিভিন্ন বাস্তব প্রেক্ষাপটে শিক্ষাকে এগিয়ে নিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, উনার সহায়তায় শিক্ষাক্ষেত্রে আমরা আরও ভালো করতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com