গাজীপুর শ্রীপুরে বিএনপি নেতার বসত বাড়ির গেইট বন্ধ, ন্যায় বিচারের আশায় আদালতে আবুল কালাম আজাদ ও তার পরিবার। গত সোমবার গাজীপুর বিজ্ঞ সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-৩এর মামলা নং ২১১৪/২৪ সূত্রে জানা গেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রলাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দমদমা গ্রামের মোঃ আবুল কালাম আজাদ ও তার পরিবার চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা বসত বাড়ির গেইট ও চলাচলের রাস্তা বন্ধ করায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। সরজমিনে গিয়ে এলাকাবাসী, স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, গত ২৭/১১/২০২৪ইং উক্ত মামলার বাদী মোঃ আবুল কালাম আজাদ এর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে টাকা পয়সা এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় এবং তাঁকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। ঘটনার প্রেক্ষিতে তিনি গাজীপুর বিজ্ঞ সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-৩এ গত ১৫/১২/২০২৪ইং তারিখে মামলা দায়ের করেন। উক্ত মামলাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তার বসত বাড়ির গেইট এবং চলাচলের বন্ধ করে দেয়। এলাকাবসী জানিয়েছেন মোঃ আবুল কালাম আজাদ ও তার পরিবারের সদস্যদেরকে গত কয়েক দিন যাবৎ তার বসবাড়ির মূল গেইট বিভিন্ন প্রকার কাঁটা খড়ি বাঁশ দ্বারা বেরিকেড দিয়ে রাখে এবং চলাচলের রাস্তা বন্ধ রাখার কারনে মোঃ আবুল কালাম আজাদ ও তার পরিবার গৃহবন্দী হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এলাকাবাসী ও স্থানিয় ব্যক্তিবর্গ এই ঘটনার সাথে জরিতদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন এবং মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠিতা করার আহবান জানিয়েছেন। এলাকাবসী ও স্থানিয় সূত্রে জানা যায় মোঃ আবুল কালাম আজাদ ও তার পরিবার একাধিক বার হামলার স্বিকার হয়েছেন ঐ চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com