গত ৪ জুলাই রংপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বিশাল জনসভারআয়োজন করা হয়!জামায়াতের জনসভা শেষ হলে ৫ জুলাই সকালে জনসভার স্থান পরিদর্শন এবং নিজ হাতে মাঠ পরিস্কারের কাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির রংপুর মহানগর শাখার আমির ও পীরগাছা - কাউনিয়া ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এটিএম আজম খান! এই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন একটা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আগে নিজের কাজ নিজেকে করতে হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com