প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৮:৫৩ এ.এম
রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ২০২৫ইং সফল করতে সাংবাদিক সম্মেলন
![]()
আগামী ১৫ মার্চ ২০২৫ইং রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬৬ জন সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তা ০৬ জন এবং ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সর্বমোট ৬৬৬ জনের মাধ্যমে ১৫ মার্চ ২০২৫ ইং শনিবার ১ দিন ব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ৫০০ জন শিক্ষকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন শিশুকে নীল রং এর ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার জন শিশুকে লাল রং এর ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোন শিশুকে গত চার মাসের মধ্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে তবে সেই শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নাই। আপনাদের মাধ্যমে আমি রংপুর সিটি কর্পোরেশন বাসীকে জানাতে চাই, এই ভিটামিন "এ" ক্যাপসুলে সাধারনত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি খাওয়ানোর পরে কোন শিশুর বমি বমি ভাব হতে পারে। বমি বমি ভাব হলে অভিভাবকদের না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। শিশুকে ভরা পেটে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে। কান্নারত অবস্থায় বা জোর করে কোন শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো যাবে না। আজ বা গোটা ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন 'এ' শিশুকে খাওয়াতে হবে। তবে আগে থেকে ক্যাপসুলের মুখ কেটে রাখা যাবে না। অভিভাবকগণ শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে আসুন এবং ভিটামিন ক্যাপসুল খাওয়ান। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন 'এ' অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন 'এ' দৃষ্টি শক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এ সংক্রান্ত সকল তথ্যের জন্যে রংপুর এর সিভিল সার্জন, ডাঃ শাহীন সুলতানা (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা (মোবাইল- ০১৭৩১-২৫৫৭৩২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭১৬-৬৯২৫৮৩), রংপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম (মোবাইল- ০১৭১৭-৩৭৭৫৩৯), নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের লেখনীর মাধ্যমে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন রংপুরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমি সকল সংবাদিক বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com