প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:০৮ এ.এম
মধ্যনগরে পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মনিবুর রহমান এর দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুফ আলী ও এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মালা আক্তার, স্বামী আয়নাল হক, সাং- চান্দালিপাড়া ও মোঃ টিটু, পিতা- মোঃ আব্দুল গণি @ মোঃ কাছা মিয়া, সাং- টেপিরকোনা, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।
তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সিআর মামলাসহ (মোকাদ্দমা নং-২৬১/২০১৯, দায়রা-৩২৬১/২৩ এবং শ্রীপুর-১৪(৬)/২৩) বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান বলেন, গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com