প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৪১ এ.এম
রাণীনগর-আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার

নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ
পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামীসহ বিভিন্ন ঘটনায়
মোট আটজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাণীনগরে তিনজন এবং আত্রাইয়ে
পাঁচজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা
হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
জানান,মাদক মামলার পলাতক আসামী বাড়ীতে রয়েছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সোনাকানিয়া গ্রামে অভিযান পরিচালনা করা
হয়। অভিযানে ওই গ্রামের আলেফ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) কে
গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার সিম্বা গ্রামের মাসুদ রানার
স্ত্রী ছালমা বিবি (৩৯) ও বোহার গ্রামের আব্দুল মমিনের ছেলে আবু সাঈদ
(২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নিয়মিত মালার আসামী ছিল বলে
জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
অপর দিকে আত্রাই থানাপুলিশ জানায়,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার পলাতক আসামী রাজশাহীর
বাগমারা উপজেলার শেখপাড়া গ্রামের বছির আলীর ছেলে সৈয়দ আলী (৩০) কে
গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী আত্রাই
উপজেলার হাটকালুপাড়া গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাধন চন্দ ্র(২৩),পারব্রজপুর
গ্রামের আইনুল আলীর ছেলে জেনাবুল ইসলাম রুবেল (২৭),বড়শিমলা গ্রামের
আমির আলীর ছেলে জালাল উদ্দীন (২৮) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুল মান্নানের
ছেলে মিলন ওরফে করণ (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার
আদালতে প্রেরণ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com