প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৪৩ এ.এম
সিরাজগঞ্জে ‘রুপক নাট্যগোষ্ঠি’র ৪৪ বছরপূর্তি উপলক্ষ্যে আলোচনাসভা নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে 'রুপক নাট্যগোষ্ঠি'র ৪৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ জুলাই) রাত ৮ টায় সিরাজগঞ্জ পৌরভাসানী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সাবেক সভাপতি হাফিজুর সামাদ প্রমুখ। রুপক নাট্য গোষ্ঠী (গ্রুপ থিয়েটার) মিরপুর সিরাজগঞ্জের সভাপতি মোঃ রাসেল আহমেদ শিবলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষক মো.গোলজার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অরুণিমা সংগীতালয়ের পরিচালক সূর্য বারী, তরুণ সম্প্রদায়ের সাংগঠনিক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, নাবিক নাট্যগোষ্ঠি'র সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে নাটক "সন্তেষ পুরের কমলা" - রচনাঃ মোঃ গোলজার হোসেন। নৃত্য পরিবেশন করে- শিশু নৃত্য শিল্পী ''কৃষ্টিগুণ'' সহ অন্যান্যরা, সংগীত পরিবেশন করেন, সূর্য বারী, ইমরান মুরাদ, মনিজা ইয়াসমিন, দীপাগুণ সহ অন্যান্য সংগীতশিল্পী। এসময় অনুষ্ঠানে আগত দর্শক শ্রোতারা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com