প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৪৭ এ.এম
সামাজিক দায়বদ্ধতা থেকেই অন্ধত্ব প্রতিরোধ করুন : ড. ফরিদুল

বাগেরহাটের রামপালের পাঁচ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদানকরা হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে, দৃষ্টি উন্নয়ন সংস্থা এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনায় রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ৫ই জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম।
রামপাল, মোংলা উপজেলা সহ আসেপাশে দাকোব,বটিয়াঘাটা, ফকিরহাট, মোরেলগ্ঞজ,বাগেরহাট সদর থানা রোগীর চিকিৎসার নিয়েছেন
উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার শেখ জাকির হোসেন।
এ কার্যক্রমে ছানি পড়া রোগীদের বাছাই করে ঢাকায় লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে অস্ত্রোপচার করা হবে। প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ওষুধ ও চশমাও বিতরণ করা হয়।দেশের সনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার গন চিকিৎসা প্রদান করেন। ৮০০জন ছানী ও ২০০জন নেত্রনালী অপারেশনর জন্য চুড়ান্ত হয়েছেন
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, সামজিক দায়বদ্ধতা থেকে ই অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্য নিয়ে ২০০৯ সাল থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত লক্ষাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে সাড়ে ছয় হাজারের বেশি রোগীর চোখে অস্ত্রোপচার হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com