মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মোঃ রনি সরদার (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সকাল ৯ টা ৩০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির কেলাং শহরে তার মৃত্যু হয়।খবরটি নিশ্চিত করেন নিহতের পিতা মাহামুদ সরদার। রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । তিনি মালয়েশিয়া কুয়ালালামপুর সিটির কেলাং শহরে কানক্টেশনের কাজ করতো। নিহত রনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা ৮ নাম্বার ওয়ার্ডের ছেলে। যশোরের শার্শা উপজেলার ৭ নাম্বার কায়বা ইউনিয়ন ৮ নাম্বার বাগুড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সরদার। তার পরিবারের একমাত্র ছেলে রনি মৃত্যু বরণ করেছেন। নিহতের পিতা জানান, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন তার একমাত্র ছেলে রনি। শুরু থেকে রনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত সময়ে কাজের সাইডে কাজ করছিল রনি। এ সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। পরে তার এক সহকর্মী মোবাইল ফোনে মাধ্যমে তাদের পরিবারকে খবরটি জানান। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com