জামায়াতে ইসলামী বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্ভোধন। গতকাল ৪জুলাই শুক্রবার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে কালীপুর একাদশ বনাম পুকুরিয়া একাদশের খেলা ও এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী খেলা ও অনুষ্টানে সভাপতিত্বে করেন, বাঁশখালী উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী এবং মঞ্চ পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
অনুষ্টানে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহিম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর
অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদি, জি.এম. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, নুরুল আমীন সিকদার, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী রাজু,আলী নেওয়াজ চৌধুরী ইরান, মাওলানা মুজিবুর রহমান, সাদুর রশিদ চৌধুরী, দেলোয়ার হোসাইন, শোয়াইবুর রহমান, সিরাজুল ইসলাম ও জালাল উদ্দিন ঝিনুক প্রমুখ ।
উক্ত উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন এবং ধারাভাষ্য প্রদান করেন যুব দায়িত্বশীল এনামুল হক রাহাত।
উদ্বোধনী ম্যাচে কালীপুর একাদশ ১-০ গোলে পুকুরিয়া একাদশকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ কাইয়ুম। দিনের দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে বাহারচরা ৪-৩ গোলে পৌরসভা উত্তর একাদশকে পরাজিত করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মুহাম্মদ ইব্রাহীম।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিতে যুক্ত করতেই এই টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com