রাজারহাট উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত হলেন ঢাকা মেট্রোপলিটন বিশেষ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইয়াকুব আলী।গত ৩ই জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের পরিদর্শক জানাব মো:আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পরিপত্রে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরাবর পত্রটি পাঠিয়ে এডভোকেট ইয়াকুব আলী কে অত্র কলেজের গভর্নিংবডির সভাপতি হিসাবে নিয়োগ প্রদানের বিষয় টি নিশ্চিত করেন।আগামী দুই বছর এডভোকেট ইয়াকুব আলী এই দায়িত্ব পালন করেন।তরুণ আইনজীবি এডভোকেট ইয়াকুব আলী রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত হওয়ায় রাজারহাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বন্ধুবান্ধব সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিবাদন জানিয়ে শুভেচছা জানান।সেই সাথে এডভোকেট ইয়াকুব আলীর দায়িত্বকালে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা করে শুভেচ্ছা জানান উপজেলা বাসী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com