পাবনা সদর উপজেলার জালালপুরে অভিযান চালিয়ে এক বাসাবাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার আব্দুস সালাম মেম্বারের বাড়িতে এই অভিযান চালায় র্যাব। অভিযানের বিষয়ে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর এলাকার আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে রাজশাহী থেকে বম্ব ডিসপোজাল ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে। বাড়ির মালিক আব্দুস সালাম গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com