বরিশাল নগরীর অন্যতম ঐতিহ্যবাহী খেলার মাঠ “পরেশ সাগর মাঠ” ২৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) যৌথ উদ্যোগে মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের শুরুতেই অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হলেও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে শেষ পর্যন্ত দখলকারীরা নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নেয়।
মাঠের আশপাশের সরকারি জমিতেও দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদের মাধ্যমে মাঠটি এখন জনসাধারণ ও শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মাঠের সৌন্দর্যবর্ধন, ঘাস রোপণ, জলাবদ্ধতা নিরসন ও খেলার উপযুক্ত পরিবেশ তৈরিতে পরবর্তী কার্যক্রম দ্রুত শুরু হবে।
বরিশাল জিলা স্কুলসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই খেলার মাঠ সংকটে ভুগছিল। মাঠটি দখলমুক্ত হওয়ায় তারা খুশি। মাঠের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠনের কথাও বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই যুগ ধরে পরেশ সাগর মাঠের বড় একটি অংশ ব্যক্তি মালিকানার দাবিতে অবৈধভাবে দখল করে রাখা হয়। এর ফলে নগরবাসীর খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
পরেশ সাগর মাঠকে কেন্দ্র করে গড়ে উঠা এই জনসম্পদকে সংরক্ষণ এবং ভবিষ্যতে দখলের পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com