গত ৪ জুন ২০২৫ তারিখ রাতে খুলনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রোডস্থ বিলাসী গলি জনৈক মোস্তফা কামাল চৌধুরীর বাড়ীর বিলাসী ব্যাচেলার হাউজের নিচতলায় অভিযান চালায়। অভিযানে জুয়াড়ি ১) আব্দুর রহিম (৫২), পিতা-মৃত: মোহাম্মদ আলী, সাং-হাজী ইসমাইল রোড, শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) হুমায়ন কবির খোকন (৫৮), পিতা-মৃত: আদম আলী খান, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা সদর, ৩) নিলু হাসান (৪৭), পিতা-মৃত: ফজলুল করিম হাওলাদার, সাং-পশ্চিম টুটপাড়া মওলা বাড়ীর মোড়, থানা-খুলনা সদর, ৪) ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত: শাহনাজ মোল্লা, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা সদর, ৫) মাসুদ হোসেন রানা (৫০), পিতা-মৃত: আকবর হোসেন, সাং-নবপল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল, ৬) বসির তালুকদার (৩৮), পিতা-মোয়াজ্জেম তালুকদার, সাং-হোগলাডাঙ্গা বাঁশবাড়ী, থানা-লবণচরা, ৭) জাকির হোসেন (৪৭), পিতা-মৃত: হাশেম শিকদার, সাং-ডালমিল, থানা-সোনাডাঙ্গা মডেল, ৮) জাহাঙ্গীর হোসেন(৬০), পিতা-মৃত: আব্দুল গনি মোল্লা, সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল, ৯) ফরিদ খন্দকার (৫০), পিতা-ইরাক আলী খন্দকার, সাং-দুর্জনী মহল, থানা-রূপসা, জেলা-খুলনা, ১০) ইসহাক হাওলাদার (৫৪), পিতা-মৃত: সুলেমান হাওলাদার, সাং-নতুন বাজার এ্যাপ্রোচ রোড, থানা-খুলনা সদর এবং ১১) কালু (৬৫), পিতা-মৃত: হান্নান মোদি, সাং-আমতলা হাজীবাড়ী, খুলনাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ১০ সেট তাস এবং নগদ ৩,৩৭৫ টাকাসহ জুয়ার আসর হতে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com