চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার উপর আক্রমণ করা অস্ত্র বহনকারী যুবলীগের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবহৃত প্রাডো গাডি নিয়ে গণসংযোগ করছেন বলে অভিযোগ উঠেছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন বাহার এর বিরুদ্ধে।
শনিবার নেতা-কর্মীদের নিয়ে রাঙ্গুনিয়ায় গণসংযোগ চলাকালে তিনি এই প্রাডো গাড়ি ব্যবহার করেছেন। ছবিতে দেখা যায় "ঢাকা মেট্রো- ঘ ১২-৩৯৬৯" চকলেট কালারের প্রাডো গাড়ি ব্যবহার করে নিজ অনুসারীদের নিয়ে রাঙ্গুনিয়া, শান্তিরহাট, পদুয়া, চন্দ্রঘোনায় গাড়ি বহরে স্লোগান ও গণসংযোগ করেছেন। গণসংযোগে ব্যবহৃত এই (ঢাকা মেট্রো- ঘ ১২-৩৯৬৯) গাড়িটি রেলওয়ে পূর্বাঞ্চলের ঠিকাদার শাহ আলমের ব্যক্তিগত বলে চিহ্নিত করা হয়। ব্যবসায়িক খাতিরে ঘনিষ্ট সম্পর্ক হওয়ায় শাহ আলম যুবলীগ নেতা বাবরকে তার গাড়িটি ব্যবহার করতে দিতেন। গত বছর জুলাই আন্দোলন চলাকালে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলাকালে যুবলীগ নেতা বাবর ও তার নেতা-কর্মীরা এই গাড়ি ব্যবহার করেছেন। ঐদিন আওয়ামী নৃশংস হামলায় শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদ সরকারের রেলমন্ত্রীর আত্মীয় হওয়ার সুবাদে পূর্বাঞ্চল রেলের নিয়োগ-লিজ-টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা অনিয়মেরও অভিযোগ আছে প্রাডো গাড়িটির মালিক শাহ আলম এর বিরুদ্ধে। কুতুব উদ্দিন বাহারের গণসংযোগে ব্যবহৃত গাড়িটি কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর' প্রায় সময় বিভিন্ন কাজে ব্যবহার করতেন বলে ভিডিওচিত্র ও বিভিন্ন বিশ্বস্ত মাধ্যমে খবর পাওয়া যায়। এছাড়া চিহ্নিত গাড়িটি যুবলীগ নেতা বাবর গুম, অপহরণ ও মাদক কারবারেও ব্যবহার করতেন। একজন উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে পতিত স্বৈরাচারের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ নেতার ব্যবহৃত গাড়ি নিয়ে এভাবে গণসংযোগ করায় হতবাক রাঙ্গুনিয়ার সাধারণ মানুষ। আওয়ামী শাসনামলে আওয়ামী মন্ত্রী ও উচ্চ পদস্থ নেতাদের সাথে গোপনে যোগসাজশ ছিল বলেও অভিযোগ কুতুব উদ্দিন বাহারের বিরুদ্ধে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com