প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:৫০ এ.এম
নেত্রকোনায় গণমাধ্যমকর্মী ও কাঠের সেতু কমিটির মতবিনিময় সভা

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর অস্থায়ী কাঠের সেতু থেকে নির্মান খরচ ওঠে অন্তত ২৫ লক্ষ টাকা আয় হয়েছে।এ আয় ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় রোগী ও সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (৫ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় হিসাবনিকাশ তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী কাঠের সেতু কমিটি।
তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামালের সার্বিক পরিচালনায় দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করা হয়।এ সেতু ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর উদ্বোধন করা হয়।নির্মিত সেতুটি নির্মান ব্যায় হয়েছে প্রায় ১৫ লাখ ৪০ টাকা। অপরদিকে সেতু থেকে পাঁচ মাসে প্রায় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা আদায় হয়েছে।
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবাযক জামাল উদ্দিন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম, তেরিবাজার বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রব, শিবগঞ্জ বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা ও খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি মিস্টার পংকজ সাংমা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com