প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:৫৭ এ.এম
পানছড়ি উপজেলা যুবদলের ট্রাফিক ও বাজার মনিটরিং এর দ্বায়িত্ব পালন

৬ জুলাই ২০২৫ ইং রোজ রবিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সাপ্তাহিক বাজার বার।
এই দিনে পরিক্ষার্থী ও সাধারণ জনগণের যাতায়াতের সুবিধা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয় নির্দেশনায় পানছড়ি সমগ্র বাজারে সকাল থেকে ট্রাফিক কন্ট্রোল ও বাজার মনিটরিং দ্বায়িত্ব পালন করেন পানছড়ি উপজেলা যুবদল।
এসময় উপজেলা যুবদলের পাশাপাশি ইউনিয়ন যুবদল, ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ দ্বায়িত্ব পালনে নিয়জিত ছিলো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com