পবিত্র মহররম আশুরা উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদলের পক্ষ থেকে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী কবর যিয়ারত করেন।
শনিবার রাত ৯ টার দিকে রাউজান গহিরায় নিজ বাড়িতে অবস্থিত শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবরস্থানে জিয়ারত সম্পন্ন করেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যবির্বাহী কমিটির সাবেক সদস্য এম আতাউল্লাহ সম্রাট।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক শাহেদ তৌমুর, নগর ছাত্রদলের তৌহিদ, যোভান, আকিব, হানিফ, আলী আকবর, তৌকির, সবুজ, এরফান প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com