প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:৩৫ এ.এম
কলাপাড়ায় মুয়াজ্জিনের জন্য অবসরভাতা চালু করে দৃষ্টান্ত স্থাপন

পটুয়াখালীর কলাপাড়ায় প্রবীণ এক মুয়াজ্জিনকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সম্মানসূচক এককালীন অর্থ ও আমৃত্যু মাসিক ভাতা প্রদানের ঘোষণা দিয়ে একটি ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছে মসজিদ পরিচালনা কমিটি। শনিবার (৫ জুলাই) আসরের নামাজ শেষে নীলগঞ্জ মাতুব্বর বাড়ি জামে মসজিদের প্রবীণ মুয়াজ্জিন মো. ইসমাইল পাহলানকে মসজিদ চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মো. ইভান মাতুব্বরের সভাপতিত্ব উপস্থিত ছিলেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা প্রবাসী মো. সামসুল আলম মাতুব্বর, উপদেষ্টা মো. কামারুজ্জামান শহীদ মাতুব্বর, মসজিদের ইমাম মাওলানা মো. আবদুল খালেক মিয়া, মুসুল্লি মো. মোতালেব মিয়া, ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন, হাফেজ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মো. মশিউর রহমান শামিম খলিফা, মো. ইমদাদুল ইসলাম কাবুল মজুমদার প্রমুখ
অনুষ্ঠানে বিদায়ী মুয়াজ্জিন ইসমাইল পাহলানকে মসজিদ কমিটির পক্ষ থেকে এককালীন ২৫ হাজার টাকা, নতুন পোশাক এবং পার্শ্ববর্তী সলিমপুর জিরোপয়েন্ট জামে মসজিদের পক্ষ থেকে জায়নামাজ ও তসবিহ্ উপহার দেওয়া হয়। পাশাপাশি মসজিদ কমিটি তার জন্য আমৃত্যু প্রতি মাসে এক হাজার টাকা করে অবসরভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে, যা এই অঞ্চলে প্রথম বলে জানা গেছে।মসজিদ কমিটির সভাপতি মো. ইভান মাতুব্বর বলেন, ‘মুয়াজ্জিন ইসমাইল পাহলান সাহেব প্রায় ৩০ বছর ধরে এই মসজিদে খেদমত করেছেন। অনেক সময় ইমাম-মুয়াজ্জিনগণ দীর্ঘদিন সেবা দিলেও বিদায়বেলায় কিছুই পান না, যা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, এই সংস্কৃতি পাল্টাক। এ উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
স্থানীয় মুসুল্লি ও ধর্মপ্রাণ মানুষেরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের অন্যান্য মসজিদ কমিটিগুলোও এই অনুসরণীয় পথে এগিয়ে আসবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com