প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:০৩ এ.এম
ইসলামী সংস্কৃতি আত্মার খোরাক — চকরিয়ায় “প্রবাল” এর বর্ষপূর্তিতে আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, “ইসলামী সংস্কৃতি জাতির আত্মার খোরাক দেয়। এই ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মকে নৈতিকতায় উদ্বুদ্ধ করে।”
উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “প্রবাল” এর ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ইসলামী সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি আদর্শিক ও মূল্যবোধভিত্তিক পথনির্দেশনা দেয়। সমাজকে কল্যাণমুখী করতে এ ধরনের সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।”
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, আবাসিক মহিলা কলেজের অধ্যাপক মুহাম্মদ শওকত আলী, বিশিষ্ট সুরকার শিল্পী শোয়াইব বিন হাবিব,চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, প্রধান আলোচক ছিলেন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ "সসাস" এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মিনার উদ্দিন, অতিথি সাংবাদিক জহিরুল আলম সাগর, চকরিয়া প্রেস ইউনিটির সভাপতি এইচ এম রুহুল কাদের, আসাহাব উদ্দিন আছাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়ার ছাত্র প্রতিনিধি সায়েদ হাসান, প্রবালের সাবেক পরিচালক আব্দুল গফুর, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, শাহজালাল শাহেদ,চকরিয়া প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবালের পরিচালক আবু হুরায়রা বিপ্লব।দিন ব্যাপী,আলোচনা সভা, পদযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com