প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:১২ এ.এম
কুষ্টিয়ায় রথের মেলাকে কেন্দ্র করে সাংবাদিক লাঞ্ছিত — কুষ্টিয়া প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুষ্টিয়া শহরে রথের মেলাকে কেন্দ্র করে ফুটপাথের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন এটিএন বাংলা ও দৈনিক কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদ। ঘটনাটি ঘটেছে গতকাল (শনিবার) দুপুরে শহরের কেন্দ্রস্থল এন এস রোডে।
সাংবাদিক তুহিন আহমেদ জানান, তিনি স্থানীয়ভাবে আলোচিত রথের মেলার সময় ফুটপাথে চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ সংগ্রহের জন্য ছবি ও ভিডিওচিত্র ধারণ করছিলেন। এসময় চাঁদা আদায়কারীদের একটি দল তার উপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে কুষ্টিয়া প্রেস ক্লাব। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তার ওপর সরাসরি আঘাত। আমরা এই বর্বর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com