প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:১৪ এ.এম
ঠাকুরগাঁওয়ে চলছে টি আর প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম

ঠাকুরগাঁয়ের পাঁচটি উপজেলার রাস্তাঘাট এখনো সম্পূর্ণ পাকা হয়নি, অনেক এলাকায় রাস্তাঘাট পাকা না হওয়ার কারণে অনেক দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
যেখানে সরকারি বরাদ্দেরটাকা খরচ করার কথা গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য, কিন্তু খরচ করা হচ্ছে শহরের সৌন্দর্য বর্ধন ও শহর গোছানোর বিলাসিতায়।
ঠাকুরগাঁ জেলার বিভিন্ন উপজেলার রাস্তা ঘাট একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেদিকে কারো কোন নজর নেই,
পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবী মানুষেরচলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে, স্কুলগামী ছাত্র-ছাত্রীরা নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না,
এসব গ্রামীণঅবকাঠামো উন্নয়ন না করে টাকা খরচ করা হচ্ছে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য,
উপর মহলের দৃষ্টি না থাকলে এভাবেই চলবে টি আর প্রকল্পের নামে রমরমা ব্যবসা।
এসবের শেষ কোথায়, কবে বদলাবো আমরা,কবে বদলাবো আমাদের মানসিকতা,কবে বদলাবে আমাদের এই জীবন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com