নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ইব্রাহিম( ৪০) নামে এক বাংলাদেশী কে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত ইব্রাহিম উপজেলার রোদগ্রাম গ্রামের সৈয়দ মল্লের ছেলে। ইব্রাহিমের প্রতিবেশী মতিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মতিউর রহমান বরাবরের মতো সেদিন ও গরু চরাতে সীমান্তে এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা লক্ষ্য করে তার দিকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্হলে মতিউর নিহত হন। তিনি আরও জানান বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার লাশ এখনো উদ্ধার হয়নি। পোরশা সীমান্তের নিতপুর ২২৬ নং পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে বলেছে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম। তিনি আরও জানান এ পর্যন্ত ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ রা বিষয়টি অস্বীকার করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com