প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৩৬ এ.এম
৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে লিংকন বড়ুয়ার বোন ক্যান্সার ধরা পড়েছে

হাটহাজারীর ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে লিংকন বড়ুয়ার বোন ক্যান্সার ধরা পড়েছে। বর্তমানে ভারতের বেঙ্গালোরে চিকিৎসাধীন আছেন। ছোট্ট ছেলেটিকে এখন কেমোথেরাপি দেয়া হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে জানলাম, ডাক্তার কথামতো রোগীকে প্রথম দুই মাস কেমোথেরাপি দেয়া হবে। তারপর অপারেশন করা হবে। এরপর ছয় মাস আবার কেমোথেরাপি দেয়া হবে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সর্বমোট আট মাস হসপিটালে থাকতে হবে। এতে খরচ হতে পারে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা।
রোগীর বাবা লিটন বড়ুয়া একজন অবসর প্রাপ্ত আর্মি সদস্য। বর্তমানে চট্টগ্রাম শহরে তার ফার্নিচারের একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পুরো দোকানটি বিক্রি করলেও হয়তো এত টাকা জোগাড় হবে না। তাছাড়া অনেকদিন ধরে রোগীর মা নিজেও অসুস্থ। ওনার পিছনে চিকিৎসা খরচ চালিয়ে বাবা প্রায় নিঃস্ব। সব মিলিয়ে যা ছিল ছেলেটির চিকিৎসা চালিয়েছেন বাবা। এখন আর টাকা না থাকায় রোগীর চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
এরপর হয়তো ফুটফুটে বাচ্চাটির বেঁচে থাকার স্বপ্ন নির্ভর করছে সমাজের মানবিক ও বিত্তবানদের সাহায্যের উপর। সামর্থ্য থাকলে বাচ্চাটিকে সুস্থ করে তুলতে এগিয়ে আসার আহবান থাকল

বিকাশ +880 1817-712697 (রিপন বড়ুয়া-রোগীর চাচা)
লিটন বড়ুয়া (বাবা)
LITON BARUA S/A NO: 200114600000474 . SOUTHEAST BANK PLC. HATHAZARI, CHITTAGONG.
জরুরী প্রয়োজনে রোগীর বাবার মোবাইল নাম্বারঃ- +917319383740(ইন্ডিয়ান নাম্বার) +8801815-168604(বাংলাদেশী হোয়াটসঅ্যাপ নাম্বার)
সাহায্য করার ইচ্ছে থাকলে একাউন্ট নাম্বার অথবা বিকাশ রোগীর বাবার কাছ থেকে নেওয়ার অনুরোধ রইল।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com