প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৪২ এ.এম
অসুস্থ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’-এর পরিচালক রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার সহকর্মী হাসান আলী।
রাকিব হাসানের সহকর্মী হাসান আলী তার ফেসবুক পোস্টে লিখেছেন,
“কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। আমীন।”
দেখা যায়, অসুস্থ রাকিব হাসান হাসপাতালের বেডে শুয়ে আছেন, হাতে ক্যানোলা সংযুক্ত এবং চলছে স্যালাইন।
২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ইউটিউব চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব হাসান। তার নির্মিত ভিডিওগুলো ইতোমধ্যে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। শুধু কনটেন্ট ক্রিয়েটর নয়, লেখক হিসেবেও রয়েছে তার আলাদা পরিচিতি।
দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com