প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৪৯ এ.এম
ডাসারে দুই কিশোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল

মাদারীপুরের ডাসারে দুই কিশোরকে চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে ) ভাইরাল হয়েছে।
রবিবার (৬ জুলাই ) সকালে ফেসবুকে দেখা যায় দুই কিশোর কে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয় ভিডিও টি মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের কাছে খবর নিয়ে জানা যায় ওই কিশোরদের কে চুরির দায়ে পেটানো হয়েছে।ওই দুই অভিযুক্ত কিশোর কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাাড়া গ্রামের বেলায়েত কবিরাজের ছেলে জাকির কবিরাজ-(১৭) ও একই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার-(১৭)।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে চুরি করতে যায় বেশ কয়েকজন কিশোর। টের পেয়ে স্থানীয়রা দুই কিশোরকে আটক করে বেঁধে মারধর করে ছেড়ে দেয়।
এ মারধরের ঘটনা হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে কাজীবাকাই এলাকার পুর্বমাইজপাড়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের বাড়িতে সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশোর জাকির কবিরাজের ঘর থেকে বিভিন্ন ধরনের চোরাই মাল উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখা হয়। এদিকে এঘটনার পর থেকে ওই দুই কিশোর পলাতক রয়েছে।
ভূক্তভোগী মহিউদ্দিন মাতুব্বর অভিযোগ করে বলেন, আমার ঘরের চোরাইকৃত মালামাল জাকির কবিরাজের ঘর থেকে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রেখেছেন। আমি আমার মালামাল ফেরত চাই।
এ ঘটনা জানার জন্য ওই দুই কিশোরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। স্থানীয় বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া কোন ভাবে কাম্য নয়। তবে এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। এতে করে সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তাই আমরা পুলিশের তৎপরতা কামনা করছি।
এ ব্যাপারে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকির কবিরাজের ঘর থেকে কিছু চোরাইকৃত মালামাল জব্দ করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারিনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com