প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৫৬ এ.এম
কারবালার শোক স্মরণে শিয়া সম্প্রদায়েরর মিছিল

আজ পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রতি বছর হিজরি সনের মহরম মাসের ১০ তারিখ এই দিনটি পালিত হয়।
আজকের দিন সম্পর্কে ইতিহাসে বর্নিত-
কারবালা এক বিয়োগান্ত ঘটনার সাক্ষী। ৬১ হিজরির এই দিনে (১০ মহরম) ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহাদত বরণ করেন। ইয়াজিদের বাহিনীর হাতে তার পরিবার ও অনুসারীদের নির্মম শাহাদত বরণের এই ঘটনা মুসলিম উম্মাহকে গভীরভাবে ব্যথিত করে এবং এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
যার ফলপ্রসূ রাজধানী ঢাকাতে শোকের বার্তা দিতে তাদের ঝাঁক জমক ও হ্রদয়- বিদারক বিশাল শোক মিছিল আয়োজিত হয়।
তারা বলেন - "আজকের দিনে আমাদের থেকে মাওলা হোসাইন চলে গেছে।"
তারা তাদের উদ্দেশ্য বলতে গিয়ে বলেন- "তারা এখন কারবালায় যাবেন যেটা ধানমন্ডি জিগাতলায় অবস্থিত"
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com