প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:০৪ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক এমপি আলী আজগর লবীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফুলতলা,ডুমুরিয়ায় খুলনা ৫ আসনের মনোনয়ন প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সাবেক এমপি খুলনা ২, আলহাজ্ব আলি আজগার লবী
বলেছেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত ফুলতলা ,ডুমুরিয়া কে নতুন করে সাজাবো । ফুলতলা উপজেলা শিরোমণি ও আটরা শিল্প অঞ্চলের বন্ধ মিল কলকারখানা চালু , বিল ডাকাতির জলবদ্ধতা স্থায়ীভাবে নিরসন সহ আধুনিক ফুলতলা, ডুমুরিয়া তথা খুলনা ৫ আসন গড়ে তুলবো । ৬ জুলাই রবিবার বেলা ১২ টায় দামোদর ইউনিয়ন পরিষদ অডিটরামে ফুলতলা ও খান জাহান আলী থানা এলাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন আমরা ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া তাহলে বাকি জীবনটা আমার এলাকার মানুষের জন্য আমি কাজ করে যাবো।
এ সময় মতবিনিময় সভায় ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ টিটু ভূইয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com