প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:০৯ পি.এম
সৈয়দপুরের ‘কারবালায়’ পাইক সাজা খোলা , নিয়াজ-ফাতেহার মাধ্যমে শেষ হলো মহররমের আনুষ্ঠানিকতা

সৈয়দপুরে পবিত্র আশুরার শেষ প্রহরে শহরের ঐতিহ্যবাহী ‘কারবালা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় *মহররমের পাইক সাজা খোলা*, নিয়াজ ও ফাতেহা। এর মাধ্যমে শেষ হয় সাত দিনব্যাপী চলা মহররমের আনুষ্ঠানিকতা।
*সাত মহররম থেকে শুরু করে ১০ মহররম (আশুরা)* পর্যন্ত শহরের ৪৬টি ইমামবাড়ায় চলে নিয়াজ, ফাতেহা, মানত নামানো, তাজিয়া স্থাপন ও মাতম। প্রতিদিন সন্ধ্যায় ইমাম হোসেন (রা.)-এর *‘দুল’ সেজে ইমামবাড়ায়* নিয়ে যাওয়া হয়, যা দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভিড় করেন।
আশুরার শেষ বিকেলে কারবালার মাঠে *পাইক সাজা খোলা* হয়—যেখানে তরুণরা ঐতিহ্যবাহী সাজে অংশ নেয়। কারো হাতে ঢাল-তলোয়ার, কারো হাতে লাঠি। ঢোল ও ডঙ্কার তালে তালে তারা প্রদর্শন করে কারবালার প্রতীকী লড়াই।
এক আয়োজক বলেন,
*“আমরা কারবালায় যেতে পারি না, তাই এখানে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগকে স্মরণ করে পাইক সাজা করি, নিয়াজ দিই, দোয়া করি।”*
সৈয়দপুরের এই মহররম আয়োজন শুধু ধর্মীয় আবেগ নয়, এটি শহরের একটি ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলমান।
রিপোর্ট মোঃ আলিম হোসেন রাব্বি
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com