বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান লায়ন রাসেল মির্জা'র যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এডভোকেট মো. আবু হানিফ (নিহাদ)কে আহ্বায়ক ও মোহাম্মদ ওমর কাইয়ুম'কে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। এবারের চট্টগ্রাম মহানগর তরুণ দলের কমিটি সাজানো হয়েছে অতীতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল থেকে নেতৃত্ব দিয়ে উঠে আসা ত্যাগী এবং নির্যাতিত নেতৃবৃন্দদের দিয়ে। যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের কল্যাণের মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে এমন শিক্ষিত যোগ্য ও নেতৃত্ব প্রধানকারী হচ্ছে বর্তমান চট্টগ্রাম মহানগর তরুণ দল।
ঘোষিত কমিটিতে মোহাম্মদ ওমর কাইয়ুম'কে সদস্য সচিব হিসেবে অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ওমর কাইয়ুম বলেন- "আমাকে জাতীয়তাবাদী তরুণদল, চট্টগ্রাম মহানগর শাখায় সদস্য সচিব হিসেবে অনুমোদন দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং তরুনদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কে কৃতজ্ঞতা জানাচ্ছি।"
মহানগরে সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়ে তার অনুভূতি ও পরিকল্পনা জানতে চাইলে বলেন-
"শীঘ্রই চট্টগ্রাম নগর আওতাধীন ১৫টি থানা এবং সকল ওয়ার্ড কমিটি গঠন করা হবে। দলের জন্য যারা ত্যাগ তিতীক্ষা, নির্যাতিত এবং নিপিড়ীত হয়েছে তাদেরকে মূল্যায়ন করে এবং সকলকে নিয়ে আগামীতে দেশনায়ক জনাব তারেক রহমান এর হাতকে শক্তিশালী করে বিএনপির ৩১দফা রাষ্ট্র কাঠামো নিয়ে মানুষের ধারে ধারে পৌঁছে দিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় আমাদের মূল লক্ষ্য।"
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com