জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে দুই হাজার বৃক্ষ রোপণের কর্মসূচির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
(৬ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট,এবং সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠন সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের স্থান হিসেবে জুলাই উদ্যান, মুগ্ধ সরোবর, কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন মাঠ এবং ক্যাম্পাসের অন্যান্য ফাঁকা জায়গা নির্ধারণ করেছেন তারা।
সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ‘জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক কাজে আগ্রহী ব্যক্তিদের অনুদান থেকে অর্থ সংগ্রহ করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের লক্ষ্য জুলাই মাসের মধ্যেই দুই হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন করা। এর ধারাবাহিকতায় আজ জুলাই উদ্যানে বৃক্ষরোপণ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com