প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:২০ এ.এম
ভারতীয় হুইস্কিসহ যুবক গ্রেফতার

গাজীপুরের বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু।
গত ৬ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৫.৩০ টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। বাসন থানাধীন তেলিপাড়া টিএন্ডটি (স্যাটেলাইট) রোডস্থ হাজী ভবনের সামনে ফুটপাত থেকে ইঞ্জিনিয়ার মোঃ রাজন মিয়াকে গ্রেফতার করে, যিনি ভারতীয় উৎপাদিত মোট ৩০ বোতল (বড় ১০ বোতল, ছোট ২০ বোতল) হুইস্কি বহন করছিলেন। গ্রেফতারকৃত মোঃ রাজন মিয়া (২৪), পিতা মোঃ কবির মিয়া, মাতা মোছা: নারগিছ বেগম, পশ্চিম সেরী, হারুন জিলানীর বাড়ির পাশে, থানা–শেরপুর সদর, জেলা–শেরপুর-এ তাঁর নিবাস। তার বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (Narcotics Control Act) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এ অভিযানে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের চৌকস পুলিশ টিমের উজ্জ্বল ভূমিকা প্রশংসনীয়। অভিযানের সফলতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার ও পাচারকারী চক্রের অপপ্রচেষ্টা সফলভাবে আটকানো সম্ভব হয়। জ্ঞাতার্থে:
উপ-পুলিশ কমিশনার,
মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ,
জিএমপি, গাজীপুর।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com