প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:৪৯ এ.এম
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ১০ জুলাই

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।
সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান,
“ফল তৈরির কাজ শেষ। আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।”
যদিও অধ্যাপক কামাল উদ্দিন সরাসরি ১০ জুলাইয়ের নাম উল্লেখ করেননি, তবে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যমতে, বোর্ডগুলো যে তারিখের প্রস্তাব পাঠাতে যাচ্ছে, তাতে ১০ জুলাইও রয়েছে। অনুমোদন পেলে ওই দিনই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে।
এদিকে, শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পরীক্ষার ফল জানার জন্য। ফল প্রকাশের দিন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোঃ ইউনুস অনুমোদনের পর নির্ধারিত সময়েই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এপ্রিল মাসে এবং এতে দেশের প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com