বাংলাদেশ সাংবাদিক পরিষদের উপজেলা শাখার আয়োজিত বাহারি ফল উৎসবে মানুষের প্রতিক্রিয়া ছিল খুবই ইতিবাচক। উৎসব কি, সবার মধ্যে ফল খাওয়ার সংস্কৃতির সম্পর্কে এই ধরনের আয়োজনে সামাজিক বন্ধন তৈরিতে সহায়তা করেছেন। বিশেষ করে ইঞ্জিনিয়ার,তরুন তরুণী, ছাএ,সাংবাদিক সাধারণ মানুষ,শিক্ষক, ভালো সাড়া ফেলেছে। এই উৎসবে সকলধরনের মানুষ উপস্থিতছিলেন। মৌসুমী ফল উৎসবে ফল খাওয়া মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে। ভবিষ্যতে ফল খাওয়া প্রবণতা বাড়াবে। কোম্পানীগঞ্জ উপজেলা শাখা (বাসাপ) এর উদ্যোগে আয়োজিত এইফল উৎসবে পক্ষ থেকে সর্বসাধারণকে ধন্যবাদ জানাই। এই ধরনের দেশীয় ফল খাওয়া নিয়ে আগ্রহ দেখা যায়। যা এই ধরনের উদ্যোগ এর আগে কখনো হয়নাই। এই ধরনের উদ্যোগে গুরুত্ব বহন করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com