প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:৩২ এ.এম
কুখ্যাত ডাকাত সরদার তুষার মহিলা সহযোগীসহ পুলিশের খাচায় বন্দী

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তুষার শেখসহ তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দারের দেয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে পুলিশ ডাকাতিকৃত কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে।
৬ জুলাই রবিবার রাত ৯টায় থানা ভবনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
প্রেস ব্রিফিংকালে জানান,গত ৫জুলাই রাত ২টার দিকে লোহাগড়া থানার এস,আই আজিজুর রহমানের নেতৃত্বে এ,এস,আই রুহল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিমানবন্দর থানা, ডিএমপি ঢাকা অবস্থানকালে রাব -৪এর যৌথ অভিযান পরিচালনাকালে বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে তুষার শেখ(৩৫) কে গ্রেফতার করে। তুষারের দেয়া তথ্য মোতাবেক নোয়াগ্রাম নিজ বাড়ি থেকে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাত(২৬)কে আটক করে। এসময় তার হেফাজত থেকে ১টি স্বর্ণের চেইন,২টি কানের দুল উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, ডাকাত সর্দার তুষারের নামে ডাকাতি ও চুরির ৭টি মামলা রয়েছে লোহাগড়া থানায়। এছাড়া তুষারের নেতৃত্বে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট সহ বিভিন্ন এলাকায় সংঙ্ঘবদ্ধ ডাকাত দল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, চলতি বছর ২৬ জানুয়ারি রাতে কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের বাবলু শেখ এর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। তাছাড়াও তুষার আরো কয়েকটি বাড়িতে ডাকাতি ও চুরির কথা স্বীকার করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com