শান্ত গোয়াইনঘাটকে আজ উত্তপ্তে পরিনত করেছে ভূয়া সমন্বয়ক নামদারী একজন চাঁদাবাজ।
গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে দিনের পর দিন তাদের দিয়ে চাঁদা আদায়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।
অবশেষে গতকাল গোয়াইনঘাট নদীতে বালুভর্তী বলগেট আটক করে চাঁদা দাবির ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে লেঙ্গুড়া ইউনিয়ন থেকে ৬ জন আটক।
ভূয়া সমন্বয়ক পরিচয়ধারী আজমল আবার লাইভে গিয়ে প্রশাসনকে হুমকি দেয়।গোয়াইনঘাটের মানুষের দাবি আজমল ও তার দোসর বাহিনী অনেক দিন ধরে চাঁদাবাজি করে আসছে।
প্রশাসনের কাছে জোড় দাবি ভূয়া সমন্বয়ক পরিচয়ধারী আজমলকে আইনের আওয়াত এনে শাস্তি প্রধান করার জন্য।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com