প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:৪৭ এ.এম
বিশ্বনাথে আগুনে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলার করপাড়া গ্রামে আগুনে দগ্ধ হয়ে খালেদ আহমদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খালেদ দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একটি গাড়ির চালক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পর হঠাৎ খালেদ চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা বাইরে গিয়ে দেখতে পান, তার শরীরে আগুন ধরে গেছে। আগুন নেভাতে তিনি পুকুরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তবে কীভাবে তার শরীরে আগুন ধরেছে, তা এখনও স্পষ্ট নয়। তার ঘরের ভেতরে কোনো আসবাবপত্র পুড়েনি বলে জানা গেছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার গোলাম হোসেন জানান, খালেদের হাতে পেট্রোল ভর্তি একটি বোতল ছিল। ধারণা করা হচ্ছে, হয়তো ধূমপানের সময় অসাবধানতাবশত আগুন ধরে যেতে পারে।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com