গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার কালিয়াকৈরের মৌচাক সংলগ্ন লোহাকর গ্রামের বড়চালা এলাকায় এক হৃদয়বিদারক মানবিক ঘটনা সামনে এসেছে। দীর্ঘ ১০-১২ বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক ব্যক্তি বর্তমানে মৃত্যুপথযাত্রী অবস্থায় নিজ ঘরে পড়ে আছেন—কোনো চিকিৎসা নেই, নেই স্বজনদের খোঁজও।
প্রতিবেশীদের ভাষ্যমতে, প্রায় এক সপ্তাহ ধরে ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় নিজ বিছানায় প্রস্রাব ও পায়খানা করে পড়ে আছেন। অসুস্থতার কারণে তিনি নিজে থেকে কিছুই করতে পারছেন না। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছে—কাউকে চিনতে পারছেন না, কথাও বলতে পারছেন না স্পষ্টভাবে। তার থাকার জায়গাটি একটি দুই কক্ষ বিশিষ্ট ভাড়া বাড়ি। পাশের রুমের কিছু সহানুভূতিশীল মানুষ প্রতিদিন ন্যূনতম খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছেন, তবে তা খুবই সীমিত।
বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন জানা যায়, ওই বৃদ্ধার তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে, কিন্তু তাদের কেউই বর্তমানে তার সাথে যোগাযোগে নেই। এমনকি তাদের কারো মোবাইল নম্বর পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন কাটাচ্ছিলেন তিনি।
এমন মানবিক সংকটের মধ্যে একজন প্রতিবেশী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় তানিয়া ফার্মেসি ও তানিয়া লাইব্রেরির আশেপাশেই তার অবস্থান। তাকে ঘিরে এখন এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ কাজ করছে।
এ বিষয়ে প্রতিবেশী একজন জানান,
“ওনার অবস্থা খুব খারাপ। শরীরের একদম জোর নেই। বিছানায়ই পড়ে আছেন দিনের পর দিন। আমরা যতটুকু পারি চেষ্টা করছি, কিন্তু এটা তো স্থায়ী সমাধান না। ওনার ছেলে-মেয়েরা যদি সামনে আসত বা কেউ চিকিৎসার ব্যবস্থা করত, তবে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকত।”
জনগণের প্রতি অনুরোধ
এই সংবাদটি সামাজিক মাধ্যমে যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে করে তাঁর সন্তান বা আত্মীয়-স্বজন তার খবর পেয়ে এগিয়ে আসতে পারেন। পাশাপাশি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার দায়িত্ব নিতে পারেন, তবে তা হবে এক নিঃস্ব মানুষের বাঁচার একমাত্র সুযোগ।
যোগাযোগের জন্য নম্বর:
০১৯২৪-২৮০৮২৮ (প্রতিবেশী)
অবস্থান:
একজন মানুষ আজ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন — আপনি কি পাশে দাঁড়াবেন না?
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com