যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্নি চিকিৎসককে আটক করেছে কর্তব্যরত এক পুলিশ সদস্য। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, আব্দুর রহমান জাকির
বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানার দৃষ্টিগোচর হলে তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জাকিরের ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়।
পরবর্তীতে পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করে হাসপাতাল সুপারের কাছে সোপর্দ করেন।
হাসপাতাল সুপার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা সানজিদা খাতুনের কাছ থেকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা হাতিয়ে নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com