প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১১:৩০ এ.এম
জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান

২০২৪ সালের জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলাল হোসেনের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।আজ সোমবার ৭ জুলাই সকালে অনুদানের চেক বেলালের হাতে তুলে দেন তিনি।
আহত বেলাল হোসেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকার তৈয়ব আলীর ছেলে।আন্দোলন চলাকালীন পুলিশের ছোড়া শটগানের গুলিতে দুটি চোখেই আক্রান্ত হন বেলাল।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দেয়া পঞ্চাশ হাজার টাকার অনুদান,স্বরাস্ট্র উপদেষ্টার পক্ষ থেকে পঞ্চাশ হাজার এবং পরিবেশ ও বন উপদেষ্টার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা সহ মোট দেড় লক্ষ টাকার অনুদান চিকিৎসার জন্য তার হাতে তুলে দেয়া হয়।
এছাড়াও তার চিকিৎসার জন্য পরবর্তীতে সরকারের তরফ থেকে সম্ভাব্য আরও আর্থিক সহায়তার আশ্বাসও দেয়া হয় তাকে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com