চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা -মুজিবনগর সড়কের ধারে উপজেলার ফকিরপাড়ার গ্রামের যুবকরা রাস্তার পাশের একটি কড়ুই গাছের ওপরে মাচা তৈরি করেছে। ব্যতিক্রমী উদ্যোগে গ্রামের ও এলাকার যুবসমাজ গত কয়েকদিন ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেে মুজিবনগর সড়কের পাশে ৫০ বছরের একটি কড়ুই গাছের ডালে বাঁশকাট, দড়ি, পরেক ব্যবহারে এই বিশেষ মাচাল তৈরি করে। ওপরে উঠার জন্য বাশের একটি মই তৈরি করেন। ফকিরপাড়ার যুবকরা মাচা তৈরি করতে করতে বায়জিদ, সাইদুর ও রহমান বলেন, আমরা শখের বসে এটা তৈরি করছি। গাছের ওপর টং ঘর করে বান্দরবানের পাহাড়িরা অনেকই বসবাস করে। তার আঙ্গিকে আমরা একটু বিশ্রম ও অবসর সময় কাটানোর জন্য এই মাচাল ঘর করছি। অন্যদিকে গরমে স্বস্তি পাওয়ার একটা দারুণ পন্থা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে।পথচারীরা দবীর শেখ বলেন, প্রথমে দেখে আমি কিছুটা অবাক হয়েছি। কারণ এটা আমার জীবনে প্রথম দেখলাম।তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ফকিরপাড়া গ্রামের শহিদুল ইসলাম বলেন, গ্রামের যুবকরা সবাই মিলে গাছের ওপর মাচাল (টং ঘর) করেছে। এটি তাদের অবসর সময় কাটানোর জন্য একটি স্থান, যেখানে তারা একসঙ্গে গল্প করে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং খেলাধুলার পরিকল্পনা করে। মাচার উপর বসে তারা হালকা বাতাস, গাছের ছায়া, পাখির ডাক এবং মাঠের দৃশ্য উপভোগ করে।এই মাচাটি যুবকদের জন্য একটি সামাজিক মিলনকেন্দ্র হিসাবে কাজ করে। এটি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com