প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১১:৫১ এ.এম
সিরাজগঞ্জ তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
সিরাজগঞ্জ তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ
ইউপি সদস্যের বিরুদ্ধে সুজন মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ মজনু মিয়ার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি কোনো সরকারি অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে রাস্তার পাশে লাগানো বহু মূল্যবান গাছ কেটে তা বিক্রি করেছেন। এসব গাছ পরিবেশ রক্ষা ও রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সরকারি অর্থায়নে রোপণ করা হয়েছিল। অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রি করায় একদিকে যেমন পরিবেশের ক্ষতি হয়েছে, অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। এ বিষয়ে বারুহাস ইউনিয়নের ভূমি অফিসার মোঃ সুমন হায়দার বলেন অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর দাবি, আওয়ামীলীগ সরকার থাকা অবস্থায় মজনু মিয়া দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধামকিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। তারা বলেন, শুধু গাছ কাটা নয়, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের আহ্বান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন যেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা পালন করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com