প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:৫১ পি.এম
সাভারে শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার,পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

ঢাকার সাভারের আমিন বাজার থেকে কুক্ষ্যাত সন্ত্রাসী মোহাম্মদ টুটুলকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।এ সময় তার দেহ তল্লাশিকালে ৭রাউন্ড তাজা গুলি সহ টু টু লং রাইফট পিস্তল জব্দ করা হয়।
সোমবার (৭জুলাই) সন্ত্রাসী টুটুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে।
দুপুরে সাংবাদিকদের সন্ত্রাসী টুটুলের গ্রফতারের বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা জানান, দীর্ঘদিন যাবৎ চিহ্নিত জাসি টুটুল মাদক সন্ত্রাস চাঁদাবাজি খুনসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিল। তাকে গ্রেফতারে গত রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুলকে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com