কিশোরগন্জর কুলিয়ারচর উপজেলার দারিয়া কান্দি বাসস্ট্যান্ডের সংলগ্ন কাঁঠাল তলা নামক স্থানে, বিকেল ৪টায় বাংলাদেশের দ্বিতীয় তেল আমদানি ও রপ্তানি কারক প্রতিষ্ঠান (পদ্মা অয়েল মিল) এর একটি তেল ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
গাড়ির ড্রাইভার কিংবা হেল্পার কোন ধরনের হতাহত হয়নি।
গাড়িতে তেল ভর্তি থাকার কারনে, গাড়ি এবং ব্যাপক পরিমাণে তেলের ক্ষতি হয়।
গাড়ির তেল গড়িয়ে পরতে পরতে, আশেপাশের জলাশয় গুলো তেলের জলাশয়ে পরিনত হয়।
স্থানিয়রা ভৈরব হাইওয়ে থানায় এই বিষয়টি অবগত করেন।
একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না।
ড্রাইভার ভাইদের সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত।
চোখে ঘুম নিয়ে কখনোই গাড়ি চালানো উচিত না।
চখে ঘুম চলে আসলে, আশেপাশের গাড়ি পার্কিং এ গাড়ি পার্ক করে, কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে গাড়ি চালানো উচিত।
রাস্তার দিকনির্দেশনা মেনে প্রতিটি ড্রাইভারের গাড়ি চালানো কর্তব্য।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com